স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তাঁরা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন। আজ (১৫ ডিসেম্বর) রবিবার দুপুর বারোটায় হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ তাঁর দুই সহকর্মীকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এসময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য উপদেষ্টার সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ