
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মো:ইব্রাহিম।।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুলকিয়ে মধ্যপাড়া এলাকায় রূপালী ব্যাংক জিনজিরা শাখায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়জনতা।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
ব্যাংক ম্যানেজার শেকর চন্দ্র জানান, আমি বাহিরে ছিলাম, ব্যাংক থেকে ফোন পেয়ে এসে দেখি ব্যাংকের গেইটে স্থানীয়রা তালা মেরে ডাকাতদলকে আটক করে রেখেছে। ভিতরে গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্বি করে রেখেছে ডাকাত সদস্যরা। ভিতরে ফোনে যোগাযোগ চলছে। শৃঙ্খলা বাহিনী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে।
বাড়ির ম্যানেজার আব্দুল মাজেদ জানান, ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মহাব্বতে হোসেন বাবু তাকে ফোন করে ডাকাতের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিতরে অস্ত্রসহ ৪জন ডাকাত অবস্থান নিয়েছে। আপনারা গেইটে তালা মেরে নিরাপদ স্থানে চলে যান। যেকোনো সময় গুলি করতে পারে। ভিতরে গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে।
নিজস্ব সংবাদ : 




















