
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. মনজুরুল আলম মনজু হাওলাদার (৫৮)। তিনি আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বাউফল উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সোহাগ সিকদার (২৮), চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল খান (৭৮) ও মো. জাহিদ খান (৭৫) এবং পাশের দশমিনা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি কেএম মিজানুর রহমান (৫০) , একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন খান (৪৫)।
মোছা. রুনু বেগম (৩৮) নামে এক নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু এই সাজা দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ বিষ্ফোরক আইনের ধারায় দায়ের করা মামলার (বাউফল থানার মামলা নম্বর-১, তারিখ ১৩/০১/২০২৫) এজাহারভুক্ত আসামি হলেন মনজু হাওলাদার। একই মামলায় সোহাগকে মিজানুর ও হারুণ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইসমাইল খান ও মো. জাহিদ খানকে পারিবারিক বিরোধে দায়ের করা মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’