ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম Logo ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক Logo ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানার অন্য রকম এক চিত্র Logo কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন হয়েছে Logo আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী Logo কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত Logo বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব Logo জাতীয় ঈদগাহ কেন্দ্রিক থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মেয়ে নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইশরাত জাহান লাবনী (৪০) নামের এক মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত লাবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন এবং কুমারখালী উপজেলার পান্টির বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফরের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইশরাত জাহান মেয়ের সঙ্গে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, রাতে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান। এ সময় মজমপুর রেলগেটের দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে কানে ও মাথায় আঘাত পান। রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাত ৯টা ৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে ইশরাত জাহান লাবনীর মৃত্যুর খবর শোনার পর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের হট্টগোল বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মেয়ে নিহত

আপডেট সময় ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইশরাত জাহান লাবনী (৪০) নামের এক মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত লাবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন এবং কুমারখালী উপজেলার পান্টির বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফরের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইশরাত জাহান মেয়ের সঙ্গে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, রাতে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান। এ সময় মজমপুর রেলগেটের দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে কানে ও মাথায় আঘাত পান। রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাত ৯টা ৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে ইশরাত জাহান লাবনীর মৃত্যুর খবর শোনার পর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের হট্টগোল বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।