
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাহেদ (৩০), ২। সবুজ মুন্সি (৩৪), ৩। সবুজ আকাশ (২৫), ৪। সাবিনা(২৮), ৫। জাবেদ (৩২),৬। বিল্লাল ভাতিজা বিল্লাল (২৭), ৭। বিল্লাল হোসেন (২৩), ৮। জুয়েল (২২), ৯। বেল্লাল (৩০), ১০। ইব্রাহিম (২২), ১১। রনি(১৯), ১২। লিটন (৩৪), ১৩। সাগর (১৮), ১৪। বিপ্লব রনি (৩৬), ১৫। জাকির (৩৬) ও ১৬। ইমাম(২০)।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।