ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষি উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য বেপজার সাথে একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে Logo নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। Logo প্রত্যাহার করা হলো ১০২ জন ভূমি কমিশনার কে Logo অ্যামেচার রেডিও কার্যক্রমকে আরো সংগঠিত করার আহ্বান Logo এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত Logo গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে Logo ০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দিন দিন হয়রানি বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় বাসষ্টান্ড থেকে প্রতিদিন চেয়ারম্যান, অন্তরা, মুন ও কিংস পরিবহনসহ কয়েকটি বাস আসা যাওয়া করে।এর মধ্যে বগা ফেরি পার হয়ে উলানিয়া বাজার এক রুট, অপর দিকে বাউফল পৌরসভা ভায়া কালাইয়া দশমিনা একরুট।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বাউফল যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ বাউফলের যাত্রীদের সঙ্গে প্রতারনা করে উলানিয়া রুটের গাড়িতে তোলেন। পড়ে তাদের নামিয়ে দেন বগা ফেরিতে। অথচ বগা ফেরি থেকে বাউফল পৌরসভার বাসষ্টান্ড দুরত্ব ১৫ কিলোমিটার।
নুরুল ইসলাম মাসুম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত রবিবার (১১ মে) সন্ধা ৬টায় ধোলাইপাড় থেকে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাটেন। তাকে কর্তৃপক্ষ জানায় গাড়িটি বাউফল পৌরসভা হয়ে কালাইয়া ভায়া দশমিনা গিয়ে থামবে। অথচ গাড়িটি বগা ফেরি এসে আমাদের বাউফল যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, এই গাড়ি উলানিয়া রুটে যাবে। তখন রাত সোয়া বারোটা। আমরা যাত্রীরা রীতি মতন হতবাক।
এ বি এম মিজানুর রহমান নামে এক সংবাদকর্মী বলেন, যাত্রীদের এই ধরনের হয়রানির অভিযোগ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ দিনের। তারা যাত্রী সেবার নামে প্রতারনা করছেন।
এ বিষয়ে এই রুটের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিষয়টি দুঃখজনক। আমি মালিক পক্ষকে বিষয়টি অবহিত করবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ

আপডেট সময় ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দিন দিন হয়রানি বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় বাসষ্টান্ড থেকে প্রতিদিন চেয়ারম্যান, অন্তরা, মুন ও কিংস পরিবহনসহ কয়েকটি বাস আসা যাওয়া করে।এর মধ্যে বগা ফেরি পার হয়ে উলানিয়া বাজার এক রুট, অপর দিকে বাউফল পৌরসভা ভায়া কালাইয়া দশমিনা একরুট।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বাউফল যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ বাউফলের যাত্রীদের সঙ্গে প্রতারনা করে উলানিয়া রুটের গাড়িতে তোলেন। পড়ে তাদের নামিয়ে দেন বগা ফেরিতে। অথচ বগা ফেরি থেকে বাউফল পৌরসভার বাসষ্টান্ড দুরত্ব ১৫ কিলোমিটার।
নুরুল ইসলাম মাসুম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত রবিবার (১১ মে) সন্ধা ৬টায় ধোলাইপাড় থেকে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাটেন। তাকে কর্তৃপক্ষ জানায় গাড়িটি বাউফল পৌরসভা হয়ে কালাইয়া ভায়া দশমিনা গিয়ে থামবে। অথচ গাড়িটি বগা ফেরি এসে আমাদের বাউফল যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, এই গাড়ি উলানিয়া রুটে যাবে। তখন রাত সোয়া বারোটা। আমরা যাত্রীরা রীতি মতন হতবাক।
এ বি এম মিজানুর রহমান নামে এক সংবাদকর্মী বলেন, যাত্রীদের এই ধরনের হয়রানির অভিযোগ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ দিনের। তারা যাত্রী সেবার নামে প্রতারনা করছেন।
এ বিষয়ে এই রুটের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিষয়টি দুঃখজনক। আমি মালিক পক্ষকে বিষয়টি অবহিত করবো।