
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি। অদ্য ২৪ ফেব্রুয়ারি-২০২৫ রোজ সোমবার পিরোজপুর আফতাবউদ্দিন কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ্ রাখে। একজন খেলোয়াড় দেশের মান-সম্মানকে বাড়িয়ে তুলেন। তাই সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ,শিক্ষার্থী,অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।