
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলের বিছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নের তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম চালু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত এ টহল চলবে। সেনাবাহিনীর চলমান টিম চর রায়সাহেব এলাকার তরমুজ চাষি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।এ সময়ে মেজর সামিম ভূমি দস্যু, চাঁদাবাজ, ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কৃষকের পাসে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নেন তরমুজ চাষিদের সরকারি এই ০১৭৬৯০৭২৫৬৪ নম্বরে যেকোন সময়ে ফোন করে জানালে সেনাবাহিনী তাৎক্ষনিক কার্যকারী পদক্ষেপ নিবেন বলে তাদের আশ্বস্ত করেন।