
মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় পেট্রোলের আগুনে ঝলছে গেছে মোহাম্মদ নাসির উদ্দিন মাওলানা (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষকের শরীর। এ সময় ভস্মিভূত হয়ে যায় তার দোকান। শনিবার রাত সারে ৭টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের হিজবুল্লাহ্ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে ঢাকার বার্ণইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ নাসির উদ্দিন মাওলানা রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ও পাশাপাশি তিনি হিজবুল্লাহ্ বাজারের একজন পেট্রোল ব্যবসায়ী।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, শনিবার রাত সারে ৭টার দিকে বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময় ওই শিক্ষকের পট্রোলের দোকানে পেট্রোল নিতে আসেন এক বাইকার। এ সময় মোমবাতি জ¦ালিয়ে পেট্রোল দিতে গেলে হাত থেকে জ¦লন্ত মোমবাতি পেট্রোলের মধ্যে পড়ে যায়। এসময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার শরীরে এবং তার দোকানটি পুরে ভস্মিভূত হয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকা জনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ণ ইউনিট হাসপাতালে তাকে প্রেরণ করেন।
আহতের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর জানান, মোহাম্মদ নাসির উদ্দিন মাওলানা বর্তমানে আইসিইউতে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তিনি এখনো আশংকামুক্ত নয়।