
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী )প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ভিন্ন ধর্মাবলম্বী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় বাউফল পৌরসভার ৩ নং ওয়ার্ড লিচুতলা সংলগ্ন মদনমোহন আখড়াবাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামির বাউফল উপজেলা শাখার জামায়াতের আমির আলহজ্জ মাও. মো: ইসাহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ। প্রায় ৩ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।